Share now:

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নাম, তথ্য ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত সোমবার রাজধানীর শাহবাগ থানায় জিডিটি করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব সজিবুল হুদা। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান।

জিডিতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা কে বা কারা গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর নাম, তথ্য ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে বিভিন্ন ছবি পোস্ট করে যাচ্ছে। এতে মন্ত্রী ও তাঁর মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ অবস্থায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ওসি মোস্তাজিরুর রহমান বলেন, শাহবাগ থানার পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ঘটনাটি তদন্ত করছে।

Scroll to Top